Eastmedinipur

Mar 30 2023, 18:04

*জানকীনাথ মন্দিরে পূজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী*


বৃহস্পতিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দীগ্রামের প্রাচীনতম রাম মন্দির জানকীনাথ মন্দিরে রামনবমীর পুজো উপলক্ষে উপস্থিত নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জানকীনাথ মন্দিরে পূজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

রামনবমী উপলক্ষে কয়েক হাজার ভক্তের মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা। অগণিত ভক্তের ভিড় এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

Eastmedinipur

Mar 30 2023, 16:59

*রাস্তাশ্রীর মাধ্যমে বাংলার উন্নয়ন নিয়ে সাংবাদিক বৈঠক প্রাক্তন মন্ত্রী সৌমেনকুমার মহাপাত্রের*


তমলুক: বাংলায় মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে চলেছে। সেই উন্নয়নের মাঝে রাস্তাঘাটের বেহাল দশার ছবি তুলে ধরে বারংবার বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো রাস্তা নির্মানের কাজ করলেও অনেকাংশে এখনো রাস্তা নির্মানের পরিষেবা পৌছায়নি৷ সামনেই বর্ষাকাল। বর্ষার আগে যাতে প্রান্তিক এলাকায় রাস্তা নির্মান করা যায় তার জন্য রাস্তাশ্রী প্রকল্প চালু করেছে।

বেহাল রাস্তার সমস্যা ভাবাচ্ছে শাসক দলকে। রাস্তা নিয়ে ক্ষোভ মেটাতে তাই শাসকের অস্ত্র ‘রাস্তাশ্রী’।

২৮শে মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রতিটি জেলায় রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করেন। বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তমলুকের বিধায়ক তথা তৃনমূলের তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোন ব্লকে কত গুলো রাস্তা নির্মাণ হবে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃনমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা তৃনমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক সভানেত্রী শিবানী দে কুন্ডু, সেখ সুফিয়ান, যুব সভাপতি আজগর আলী, সংগ্রাম দোলই সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।

বিরোধীরা যতই কুৎসা করুকনা কেনো বাংলার মানুষের উন্নয়ন কিভাবে করতে হয় তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করা সত্ত্বেও বকেয়া টাকা না পাওয়া সত্ত্বেও বাংলার মানুষকে পরিষেবা দিয়ে চলছে।

Eastmedinipur

Mar 29 2023, 18:21

*শুভেন্দুর গড়ে গেরুয়া ঝড়, সমবায়ে বিজেপির জয়, উল্লাসিত কর্মী সমর্থকেরা*

তমলুক: পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর গড়ে গেরুয়া ঝড়। শাসকদল তৃণমূলকে হারিয়ে সমবায় নির্বাচনে বিজেপির জয়। বুধবার তমলুক ব্লকের হিজলবেড়িয়া চাতরাদাড়ি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন প্রক্রিয়া চলে। সমবায়ের মোট আসন ১২ টি। ফলাফল প্রকাশের পর দেখা যায় বিজেপি ১১ টি এবং শাসকদল তৃণমূল মাত্র ১ টি আসনে জয়লাভ করে। ফলাফল ঘোষনার পর গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে বিজেপির কর্মী সমর্থকেরা। 

জয়ের পর আমরা যোগাযোগ করেছিলাম তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জির সাথে। তিনি জানান, এই জয় সাধারণ মানুষের জয়৷ এই জয়ই প্রমান করছে সাধারণ মানুষ আমাদের পাশে আছে। পঞ্চায়েত ভোটের আগে এই জয় তারই প্রমান করছে৷ 

অপরদিকে নন্দকুমারের বিধায় সুকুমার দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিজেপি, সিপিএম ও সংগ্রসের অশুভ আঁতাত। আর একটি সমবায়ের জয় নিয়ে বিজেপি যদি মনে করে মানুষ তাদের পাশে আছে। সেই স্বপ্ন নিয়ে পঞ্চায়েত ভোটের জন্য অপেক্ষা করুক। পঞ্চায়েত ভোটে বুঝতে পারবে সাধারণ মানুষ কাদের পাশে আছে।

সম্প্রতি কয়েক মাস আগে নন্দকুমারে সমবায় নির্বাচনে জোট করে বামেরা জয়লাভ করেছিলো। আর সেই জোট মডেল নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিলো। সেই নন্দকুমার বিধানসভা ক্ষেত্রে সমবায় নির্বাচনে বিজেপির জয়। যা পঞ্চায়ের ভোটের আগে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Eastmedinipur

Mar 28 2023, 14:30

*প্রতীক্ষার অবসান, মুখ্যমন্ত্রীর হাত ধরে রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১২ হাজার কিমির রাস্তার শুভ উদ্বোধন*

পূর্ব মেদিনীপুর: প্রতীক্ষার অবসান।রাস্তাশ্রী প্রকল্পের মধ্যদিয়ে ১২ হাজার কিলোমিটার রাস্তার নির্মাণের কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির সিঙ্গুর থেকে সূচনা করলেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার দক্ষিণ গুমাই গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এর মাধ্যমে রাস্তা নির্মাণের সূচনা করেন।

উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, জেলা পুলিশ সুপার অমরনাথ কে, বিধায়ক সুকুমার দে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ প্রশাসনিক আধিকারিক।

 যোগাযোগের অন্যতম মাধ্যম হলো রাস্তা। সে ছোট রাস্তাই হোক বা বড় রাস্তা। মুখ্যমন্ত্রী সিঙ্গুর " রাস্তাশ্রী" প্রকল্পের মাধ্যমে ১২০০০ কিমি রাস্তার উদ্বোধন করেন। রাস্তা ঠিকঠাক থাকলে যোগাযোগের মাধ্যম ঠিকঠাক থাকবে। আর তাতে শিল্পের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে আমদানি রপ্তানি করা সহজে হবে। মানুষের সুবিধার দিকে নজর রেখে রাস্তা নির্মান বা সংস্কারে ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ টি ব্লকে প্রায় ১৩২কোটি টাকা খরচ করে৩৮৮ কিমি রাস্তা যার মধ্যে ৪১৭ টি নতুন রাস্তা রয়েছে।রাস্তা নির্মাণ হয়ে গেলে সাধারণ মানুষের ভীষন সুবিধে। এলাকার সামাজিক ও বানিজ্যিক উন্নয়ন ঘটবে। পূর্ব মেদিনীপুর জেলা কৃষি প্রধান এলাকা। এলাকার বেশিরভাগ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল। আগে মাঠের ফসল আনতে সমস্যায় পড়তে হতো কাদার মধ্যদিয়ে যাতায়াত করতে হতো।

তৃণমূল সরকার আসার পর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাচা রাস্তাকে ঢালাই আবার কোথাও পিচ রাস্তায় রুপান্তর করা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য একদিকে যেমন রাস্তাশ্রীর মাধ্যমে প্রান্তিক এলাকার কাচা রাস্তা গড়ে উঠবে তেমন ১০০ দিনের কাজের সাথে যুক্ত মানুষজন কাজে যুক্ত হয়ে অর্থ উপার্জন করতে পারবে। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় রাজ্যের যারা ১০০ দিনের কাজ করেছেন তারা তাদের বকেয়া পাচ্ছে না। তাদের হাতে যাতে কিছু অর্থ তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

Eastmedinipur

Mar 26 2023, 18:33

*বাড়ি বাড়ি পানীয়জল পৌঁছে দিতে ১১ কোটি টাকা ব্যয়ে "জল স্বপ্ন" প্রকল্পের উদ্বোধন*


মহিষাদল: গ্রীষ্মকাল এলেই পনীয়জল সংকট দেখা দেয়। সেই সংকট দূর করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "জল স্বপ্ন" প্রকল্প চালু করেছে। প্রকল্পের কাজ অন্যান্য জায়গায় শুরু হলেও মহিষাদল ব্লকের নাটশাল- লক্ষ্যা জোন-২ ওয়াটার স্বাপ্লাই স্কীমের শুভ উদ্বোধন। নাটশাল হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কাজের শুভ উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত মহিষাদল বিধানসভার বিধায়ক তিলককুমার চক্রবর্তী,পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ তরুনকান্তি মন্ডল, বন ও ভূমি কর্মাধ্যক্ষ শিবপ্রসাদ বেরা,নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু ধাড়া মান্না সহ অন্যান্যরা। ১১ কোটি টাকা ব্যয়ে ৮ হাজার পরিবার এই পরিষেবা পাবে। তারপই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Eastmedinipur

Mar 26 2023, 18:32

*পাঁশকুড়ার যশোড়া কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি নির্বাচনে জিতলো সিপিএম*

কোলাঘাট,হলদিয়ার পর আবারো পাঁশকুড়া কোঅপাটিপ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয় জয়কার সিপিএম। এই সমবায় মোট আসন৯টি

 সিপিএম ৯টি

তৃণমূল কংগ্রেস ৯টি

 বিজেপি প্রার্থীদের৪টি প্রার্থী দেয়। ভোট ফলাফল জানা যায় যে তৃণমূল কংগ্রেস পায়৪টি,

সিপিএম৫টি

বিজেপি0 

পাঁশকুড়া এই প্রথম সমবায় সমিতির দখল করলে সিপিএম। সিপিএম জিতারপর বলেন যে পুনরায় সিপিএমের দিকে মুখ ফিরছে সাধারণ মানুষ এতে আমরা খুব খুশি একের পর এক সমবায় সমিতি আবারো আমরা জিতছি এতে বুঝা যায় তৃণমূলকে সরিয়ে পুনরায় বিজেপিকে আনছে, যদিও তৃণমূল দাবি করেন যে বিজেপি সিপিএম জোট বেঁধে ভোট করেছে। বিধানসভা ভোটের বিজেপিকে ভোট ভাগ করে দিয়েছিল সমবায় ভোটে সিপিএম বিজেপির কাছ থেকে পুনরায় ভোট ফিরিয়ে আনতে পেরেছে এতে আমরা খুশি। তবে সমবায় সমিতিতে সিপিএম জিতলেও বোর্ড গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দল তবে সেটা কিভাবে কোন উপায়ে বোর্ড গঠনের দিন দেখতে পাবেন আপনারা।

Eastmedinipur

Mar 26 2023, 15:14

*ডিএ নিয়ে অশান্তি নয়, থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা*

মহিষাদল: রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সরকারী কর্মচারিদের ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যজুড়ে যখন আন্দোলন চলছে তখন শিক্ষকরা ডিএ অশান্তি সৃষ্টি না করে থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রথমিক শিক্ষক সমিতি মহিষাদল পূর্ব চক্রে সেই ছবি ধরা পড়লো। থ্যালাসেমিয়া রুগিদের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী,  পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক সমুন সাঁতরা সহ অন্যান্যরা।এদিন ১০০ জন শিক্ষক রক্তদান করেন। তাদের হাতে একটি করে চারাগাছ ও স্মারক উপহার হিসাবে তুলে দেওয়া হয়।

আন্দোলন নয়। সরকারের পাশে থেকে বকেয়া আদায়ের কথা জানান শিক্ষক থেকে পদাধিকারিকরা।

গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পুরনের লক্ষ্য নিয়ে শিক্ষকদের এগিয়ে আসাকে সাধুদাব জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

Eastmedinipur

Mar 26 2023, 15:12

*হলদিয়া মেচেদায় রাজ্য সড়কে পথ দুর্ঘটন*

সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সরকারি স্টেট বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে সিগনাল থাকার কারণে দ্রুতগতিতে আসা সরকারি স্টেট বাস দাঁড়িয়ে পড়ে। পিছনে এক তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি স্টেট বাসের পেছনে ধাক্কা মারে।

স্টেট বাস এবং তেলের ট্যাঙ্কার দুই গাড়ির প্রবল গতিতে আছে বলে জানাই এলাকাবাসী। দুর্ঘটনা যেরে প্রায় ২৭ জন যাত্রী আহত হয়,তবে বেশ কয়েকজন বাসের যাত্রী গুরুতর আহত হওয়ায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।ইতিমধ্যে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটে সৃষ্টি হয়েছে তবে ঘটনাস্থলে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ।

Eastmedinipur

Mar 26 2023, 15:10

*মোদির ৯৯ তম মন কি বাত অনুষ্ঠানে দিঘার মৎস্যজীবীরা*

দিঘা:প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদির সকাল ১১ টায় দেশের,ও সর্ব শ্রেণির মানুষ নিয়ে মন কি বাত অনুষ্ঠান হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার ওল্ড দিঘায়। সমাজের উন্নয়ন ও আগামী দিনে কেন্দ্র সরকারের পরিকল্পনা, মণ কি বাত অনুষ্ঠান মাধ্যমে বার্তা দেন গণ মাধ্যমে।

এই উপলক্ষ্যে জেলা সভাপতি সুদাম পন্ডিত, সহ সভাপতি অসীম মিশ্র,রাজ্য কমিটির সদস্য অনুপ চক্রবর্তী সহ রাজ্য জেলা নেতৃত্বের উপস্থিতি ছিল।

এদিন সাধারণ মানুষের সঙ্গে মোদিজীর ৯৯তম মনকিবাত কার্যক্রমে অংশগ্রহণ করেন। দিঘায় আগত পর্যটক থেকে সাধারণ মৎস্যজীবীরা। কিন্তু মৎস্যজীবীদের সাথে কথা বলার কথা থাকলেও । প্রধানমন্ত্রী কথা বলেননি বলে জানা যায়। কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা সকলে মনোযোগ সহকারে শুনেছেন বলেই জানা যাচ্ছে

Eastmedinipur

Mar 25 2023, 17:08

*রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের জন্য রাজ্য জুড়ে প্রতিবাদ*

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা প্রতিবাদে শুক্রবারের পাশাপাশি শনিবার দেশজুড়ে প্রতিবাদের ঝড়। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শনিবার শিল্প শহর হলদিয়ায় কংগ্রেসের পক্ষ থেকে প্রদিবাদ মিছিলের আয়োজন করা হয়। হলদিয়ার ক্ষুদিরামনগর থেকে মিছিল শুরু হয়। হলদিয়া শহর পদক্ষিন করে আবার ক্ষুদিরামনগরে ফিরে আসে। সেখানে একটি পথসভা করা হয়।